ফুটওভার ব্রিজ দিয়ে হাঁটলে উৎপন্ন হবে পরিবেশ বান্ধব বিদ্যুৎ
- আপডেট সময় : ০৫:৫১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
ফুটওভার ব্রিজ দিয়ে হাঁটলে উৎপন্ন হবে পরিবেশ বান্ধব বিদ্যুৎ। একই সাথে মিলবে মোবাইল চার্জিং সেবাসহ ফিল্টারিং করা সুপেয় পানি। পাশাপাশি যে কোন বিপদে সুইচে চাপ দেয়ামাত্র অটো সংকেত যাবে পুলিশ স্টেশনে। ফেনীর বিজ্ঞান মেলায় এমন উদ্ভাবন হাজির করে ব্যাপক সাড়া ফেলেছে বাথানিয়া আজিম উচ্চ বিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী।
জেলা প্রশাসনের আয়োজিত শহরের বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিজ্ঞান মেলায় বাথানিয়া আজিম উচ্চ বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী উপস্থাপন করে অভিনব কায়দায় কিভাবে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন করে যায়।এর মাধ্যমে বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব নির্দিষ্ট একটি এলাকায়। শিক্ষার্থীরা বলেন, কঠোর পরিশ্রমের পর সফল হয়েছেন তারা।
মেলায় নতুন প্রকল্প দেখতে ভীড় করেন দর্শনার্থীরা।
মেলায় স্টল দিয়েছে ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠান। এতে শিক্ষার্থীরা তুলে ধরেছে নিজেদের উদ্ভাবনী শক্তি। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করতেই এই মেলার আয়োজন। এখানে যারা নতুনত্ব দেখাতে পারবে তাদের উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে সবরকম সহযোগিতা দেয়া হবে জানান জেলা প্রশাসক।
দু’ থেকে তিন লাখ টাকার মধ্যেই প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব বলে জানায় আয়োজকরা।