ঝিনাইদহে জৈব কৃষি মেলা ও কর্মশালার আয়োজন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ঝিনাইদহে জৈব কৃষি মেলা ও কৃষকদের নিয়ে কর্মশালা হয়েছে।
জেলার কালীগঞ্জ মহেশ্বরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষি গবেষণা ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে কালীগঞ্জের কার্ড মহিলা সমিতি। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের এপিএ পুল সদস্য হামিদুর রহমান, যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওসার উদ্দিন আহম্মদ, কার্ড সমিতির সভানেত্রী কৃষক মর্জিনা বেগমসহ জেলা ও উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা বক্তব্য রাখেন। পরে কৃষকরা বাড়ির আঙিনা ও মাঠে কীটনাশক ছাড়া উৎপাদিত শাক-সবজি প্রদর্শন করেন।