চলতি মাসের মাঝামাঝি থেকে মাধ্যমিক স্তরে পুরোদমে ক্লাস শুরু: শিক্ষামন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
চলতি মাসের মাঝামাঝি থেকে মাধ্যমিক স্তরে পুরোদমে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সকালে ঢাকার একটি হোটেলে স্টাডি ইন ইন্ডিয়া এডুকেশন ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের একথা জানান তিনি।
মন্ত্রী আরো বলেন, পুরোদমে ক্লাস শুরুর পর অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া বন্ধ রাখা হতে পারে। অনুষ্ঠানে, মহান মুক্তিযুদ্ধে ভারতের বন্ধুত্ব স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, স্বাধীনতার মাসে কৃতজ্ঞতা জানাতে হয় ভারতের জনগণ ও সরকারকে। দুটো দেশ একসাথে এগিয়ে যাচ্ছে। আর সেক্ষেত্রে শিক্ষা একটা বড় মাধ্যম হয়ে উঠেছে বলে জানান তিনি। বাংলাদেশের লাখো শিক্ষার্থী কয়েক বিলিয়ন ডলার ব্যয়ে প্রতিবছর ভারতে পড়তে যাচ্ছে এবং তাদের অর্থনীতিতে অবদান রাখছে। দুই দেশের এই বন্ধন শুধু ভৌগোলিক কারণেই নয়, এই বন্ধন হৃদয়ের বলেও জানান ডা: দীপু মনি।