ইউক্রেনের সেনারা পাঁচ বাংলাদেশিকে জিম্মি করেছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ইউক্রেনের সেনারা পাঁচ বাংলাদেশিকে জিম্মি করেছেন। ঢাকায় রাশিয়া দূতাবাস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর প্রকাশ করেছে।
শুক্রবার একটি ভিডিও-তে দেখা যায়, জিম্মি ওই বাংলাদেশিরা তাদের উদ্ধারের জন্য আকুতি জানাচ্ছেন। এদিকে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগও বলেছে, ইউক্রেনের কিভারতিসি শহরের একটি অভিবাসী শিবিরে আটকে আছেন পাঁচ বাংলাদেশিসহ শতাধিক বিদেশি। ভিডিওতে রিয়াদুল মালিক নামের একজন বাংলাদেশি নিজের পরিচয় দিয়ে জানান, এই শিবিরকে ইউক্রেনের সেনারা ঘাঁটি বানিয়েছে। রাশিয়া সেনাঘাঁটি দেখে দেখে বোমা ফেলছে। তাদের আটকে রেখেছে জিম্মির মতো করে। শিবিরে থাকা ব্যক্তিদের মারধরেরও অভিযোগ করেন রিয়াদুল মালিক। ইউক্রেনের কারাগারে বা বন্দিশিবিরে থাকা বাংলাদেশিদেরও উদ্ধার করে নিয়ে আসার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মাধ্যমে কাজ করছে।