ময়মনসিংহ মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪০:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহ মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক শিক্ষককে অপবাদ দিয়ে তার সম্মানহানি করায় ১০ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কলেজের একাডেমিক কাউন্সিল।
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ জানান, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে মিছিল, মিটিং, সভা-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এদিকে, কলেজের সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদের বিরুদ্ধে যৌন হয়রানির অপবাদের তদন্ত প্রতিবেদন জমা পড়েছে। অপবাদ মিথ্যা প্রমাণিত ও শিক্ষকের সম্মানহানি হওয়ায় কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসানসহ ১০ ছাত্রকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়।