মস্কোতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে পুতিনের বৈঠক
- আপডেট সময় : ০৮:১৪:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা এবং অস্ত্রসহ পশ্চিমা পদক্ষেপের দাবি করায় অস্থায়ী যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারো আক্রমণ শুরু করেছে রুশ বাহিনী।এই পরিস্থিতিতে সোমবার তৃতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছে দু’পক্ষ। যুদ্ধ বন্ধের পক্ষে একমত হয়ে জার্মান ও ইসরায়েল বলছে, দ্রুত সময়ের মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করতে হবে। এদিকে, আবারও নো ফ্লাই জোন ঘোষণার দাবি জানিয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট। এমন ঘোষনার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন এর পরিণতি হবে ভয়াবহ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে আজ রুশ প্রেসিডেন্টের বৈঠকের কথা রয়েছে।
টানা ১১ দিন ধরে ইউক্রেনে চলছে রুশ আক্রমণ। ধীরে ধীরে ধ্বংসস্তুপে পরিণত হচ্ছে কিয়েভের আশপাশের শহরগুলো। মানবিক কারণে যুদ্ধবিরতিতে রাশিয়া সম্মত হলেও, কয়েক ঘন্টা পরেই মারিউপোলে পুনরায় আক্রমণ শুরু করে রাশিয়া। এ নিয়ে উভয়পক্ষ যুদ্ধ বিরতি লঙ্ঘনের অভিযোগ আনে।
জাপোরিঝিয়াতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করার পর, রুশ বাহিনী রাজধানী কিয়েভের দক্ষিণে একটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ দখল করতে এগিয়ে আসছে বলে দাবি করছেন ইউক্রেন সেনারা।
অধিকার ও স্বাধীনতার জন্য, একজোট হয়ে যুদ্ধে অংশ নিতে দেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভ থেকে দেয়া ভিডিওবার্তায় এসব কথা বলেন ইউক্রেন প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোনালাপ হয় জেলেনস্কির। টুইটবার্তায় নিজেই এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
জেলেনস্কির সাথে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। আলোচনার বিষয়বস্তু জানা যায়নি। এর আগে মস্কো সফরে পৌঁছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী । রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক করেন নাফতালি বেনেট।
ইউক্রেনকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা না দিতে হুঁশিয়ার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কড়া জবাব দিতে মস্কো বাধ্য হবে বলেও জানান তিনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্টনি ব্লিঙ্কেনের সাথে এক ফোন আলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মার্কিন বলেছেন, ইউক্রেন ইস্যুতে আগুনে জ্বালানি যোগ করে এমন যেকোনো পদক্ষেপ নিবেনা তার দেশ।
ইউক্রেনে রুশ হামলার জেরে চলমান যুদ্ধ ‘যত দ্রুত সম্ভব বন্ধ করতে’ একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে জার্মানি ও ইসরায়েল। দেড় ঘণ্টা জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে বার্লিনে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
ইউক্রেনে সামরিক অভিযানের নিন্দা জানিয়ে এবার রাশিয়ায় অনলাইনে অর্থ লেনদেন স্থগিত করেছে জনপ্রিয় প্ল্যাটফর্ম ভিসা, মাস্টারকার্ড ও পেপ্যাল। এ নিষেধাজ্ঞায় তাদের ইস্যুকৃত কোনো কার্ড ব্যবহার করতে পারবে না রাশিয়ানরা।
রাশিয়ার ওপর দেওয়া নিষেধাজ্ঞায় সবচেয়ে বড় ধাক্কা লেগেছে আন্তর্জাতিক তেলের বাজারে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েই চলেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এ সংকট চলতে থাকলে আগামী তিন মাসের মধ্যে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ মার্কিন ডলার ছাড়াবে।
যুদ্ধের ইতি টানতে হামলার ১২তম দিনে সোমবার তৃতীয় দফা আলোচনায় বসতে যাচ্ছে দুইপক্ষ।