নিজেদের মধ্যে গোলাগুলিতে বিএসএফ’র পাঁচ জওয়ান নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
নিজেদের মধ্যে গোলাগুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পাঁচ জওয়ান নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামলাকারী হিসেবে অভিযুক্ত জওয়ানও রয়েছে। সকালে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের অমৃতসরে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অভিযুক্ত কনস্টেবল সাত্তেপ্পার সঙ্গে কয়েকজন বিএসএফ জওয়ানের কথা কাটাকাটি হয়। সেই সময় হঠাৎ করেই সাত্তেপ্পা নিজের একে-ফর্টি সেভেন রাইফেল দিয়ে সহকর্মীদের উপর গুলি চালাতে শুরু করে। এ সময় ৪ সহকর্মীসহ সেও নিহত হয়। তবে, হামলাকারী জওয়ান আত্মহত্যা করেছে.. নাকি অন্যদের গুলিতে নিহত হয়েছে তা স্পষ্ট নয়। এছাড়া, এ হামলায় আহত আরও এক বিএসএফ সদস্যের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা তদন্তে কোর্ট অব এনকোয়ারির নির্দেশ দিয়েছে বিএসএফ কর্তৃপক্ষ।