মসজিদের নাম নিয়ে চট্টগ্রামের সীতাকুন্ডে দু’পক্ষের বিরোধ চরমে
- আপডেট সময় : ০৫:৩৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
মসজিদের নাম নিয়ে চট্টগ্রামের সীতাকুন্ডে দু’পক্ষের মধ্যে চলছে চরম বিরোধ। পুরনোটি ভেঙ্গে নতুন করে মসজিদ নির্মাণের সময় সৃষ্টি হয় এই সংকট। নাছির মোহাম্মদ বাড়ি জামে মসজিদ নামেই দীর্ঘদিন ধরে পরিচিত মসজিদটি। তবে অভিযোগ উঠেছে, আদালতের স্থগিতাদেশ উপেক্ষো করে একটি পক্ষ আব্দুল করিম সারেং জামে মসজিদ নাম রাখতে চায়। দু’পক্ষের এই বিরোধ, সংঘর্ষে রূপ নিতে পারে বলে শঙ্কা জানিয়েছে স্থানীয়রা।
নাছির মোহাম্মদ বাড়ি জামে মসজিদ, নাকি আব্দুল করিম সারাং জামে মসজিদ, কোনটি দেয়া হবে মসজিদের নাম? এই নিয়ে চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন বিএম গেইট সংলগ্ন এলাকার মুসল্লীদের মধ্যে চলছে চরম বিরোধ। একই মসজিদে দুই নামে ঝুলছে দুই সাইনবোর্ড। ঝুলানো রয়েছে আদালতের নোটিশ সম্বলিত সাইনবোর্ডও। একপক্ষের অভিযোগ আদালতের স্টে অর্ডার উপেক্ষা করেই মসজিদ নির্মাণ করছে প্রতিপক্ষ।
অভিযোগ অস্বীকার করে অপরপক্ষ বলছে, আদালতের রায় নিয়ে মসজিদের জায়গাতেই নির্মাণ করা হচ্ছে আব্দুল করিম সারাং জামে মসজিদ।
তবে এ বিষয়ে অবগত আছেন জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকতা বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।
আল্লাহর ঘর নিয়ে দুপক্ষের এই বিরোধ দ্রুত নিরসনে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন শান্তিপ্রিয় মানুষ। অন্যথায় এই বিরোধ যে কোন সময় সংঘর্ষে রূপ নিয়ে বড় দুর্ঘটনা ঘটার আশংকা প্রকাশ করেন তারা।