ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে চলছে গাছ কাটার মহোৎসব
- আপডেট সময় : ০৫:৫৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে চলছে গাছ কাটার মহোৎসব। হুমকির মুখে পড়ছে পরিবেশ। সরকারের সংশ্লিষ্ট মহলকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে পরিবেশবিদরা। আর পুলিশ বলছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঝিনাইদহের শৈলকুপার শ্রীরামপুর গ্রামের কৃষক রেজাউল করিম। ১৯৮১ সাল থেকে পৈত্রিক সুত্রে পাওয়া সাড়ে ৩ বিঘা জমি ব্যবহার করছিলেন। সেই জমি নিজের দাবি করে গেল ২৯ জানুয়ারী জমির মেহগনি, আম, ইপিলইপিলসহ ধরন্ত কলাগাছ কেটে নিয়েছে একই গ্রামের বলাই মন্ডল। কৃষিকাজ করে সংসার চালানো রেজাউল গাছ ও ফসল হারিয়ে এখন দিশেহারা।
শুধু রেজাউল করিম নয়, পাশের গ্রাম শেখপাড়া সলিম মোল্লা । ১৯২৬ সাল থেকে এ জমিতে চলছে বংশ পরম্পরায় চাষাবাদ। ৩১ জানুয়ারী একই গ্রামের বকুল জোয়ারদার নিজে জমি দাবি করে ৬ বিঘা জমির ফলজ বনজ ও কাঠের গাছ কেটে নেয়। এছাড়াও শহীদ মোল্লা, ফরহাদ মোল্লার জমির ২২৫টি মেহগনি, শিশু, ইপিলইপিল গাছ ও ১ হাজার ধরন্ত কলাগাছ কেটে নেয়া হয়। ক্ষতিগ্রস্থরা স্থানীয়ভাবে সমাধান না পেয়ে থানায় গেলেও মামলা নেয়নি বলে অভিযোগ তাদের।
অভিযুক্তরা বলছেন, তাদের পৈত্রিক জমি তাই তারা ওই জমিতে থাকা গাছ কেটে নিয়েছে।
প্রশাসনের হস্তক্ষেপ ও সামাজিক সচেতনতাই পারে এমন ঘটনা বন্ধ করতে।
পুলিশ বলছে, মামলা না নেয়ার ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।
প্রতিহিংসা থেকেই এমন ঘটনা ঘটছে যারাই জড়িত থাক না কেন নেয়া হবে আইনগত ব্যবস্থা। এমন কঠোর হুঁশিয়ারী দিলেন জেলা প্রশাসক
জেলায় বিভিন্ন সময়ে কাটা হয়েছে ফলজ, বনজ ও কাঠের কয়েক লক্ষ গাছ। থানায় রয়েছে মামলা ও অভিযোগ।