করোনা সংক্রমণ রোধে গণটিকার দ্বিতীয় ডোজ আগামী ২৮ মার্চ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪১:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ রোধে গণটিকার দ্বিতীয় ডোজ আগামী ২৮ মার্চ থেকে দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, প্রথম ডোজ প্রাপ্তরা যে কোনো কেন্দ্রেই দ্বিতীয় ডোজ নিতে পারবেন। এই কার্যক্রমে ২ কোটি ২৫ লাখ দ্বিতীয় ডোজ দেয়া হবে। এ পর্যন্ত সারাদেশে ২২ কোটি করোনা টিকা দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, টিকা কেনা ও প্রয়োগে এক বছরে প্রায় ৫ বিলিয়ন ডলার বা ৪০ হাজার কোটি টাকা খরচ হয়েছে। এদিকে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানান জাহিদ মালেক। পাঁচ বছরের বেশি বয়সীদের এ টিকা দেয়া হবে।