তীব্র যানজটে রাজধানীজুড়ে সীমাহীন দুর্ভোগ
- আপডেট সময় : ০৩:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
রাজধানীজুড়ে মঙ্গলবার ছিল তীব্র যানজট। সড়কে গাড়ির জট মাড়িয়ে চলাচলে নগরবাসীকে সীমাহীন ভোগান্তির শিকার হতে হয়। কর্মব্যস্ত মানুষকে গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে সময় লাগে চেয়ে দ্বিগুণ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
দীর্ঘস্থায়ী যানজট। কারণ, কোথাও খানাখন্দ, কোথাও বা আবার নিয়ম ভাঙলেও দেখার কেউ নেই। সব মিলিয়ে সড়কে চলছে অব্যবস্থাপনার মহাউৎসব। গন্তব্যে পৌঁছাতে যেন নরক যন্ত্রণা পোহাতে হয় যাত্রীদের। ভুক্তভোগীও তারাই।
সেবাদানকারী প্রতিষ্ঠান জানায়, যানজটে শুধু নাকাল হলেই হয় না, গ্রাহকদের বকুনি ও ক্ষোভের শিকার হতে হয় তাদের।
সংকুচিত হয়ে যাওয়া রাস্তা, ফেলে রাখা নির্মাণসামগ্রী আর খোঁড়াখুঁড়ি… এমন চিত্র রাজধানীর সর্বত্র। অনিয়মই যখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে তখন দুর্ভোগ চরমে। এমনটাই মনে করেন বিভিন্ন রুটে যাতায়াত করা বাস চালকরাও।
তবে ঢাকার উপ-পুলিশ কমিশনার বলছে, নিয়ম না মানার প্রবণতা এবং উন্নয়ন কাজের সমন্বয়হীনতা রাজধানীর যানজট সৃষ্টিতে বড় কারণ।
দীর্ঘ যানজটে অপচয় হচ্ছে কর্মঘন্টা। এমন ক্ষতির খতিয়ান খুব একটা নেয়া হয় না। পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উপরেও চাপ পড়ছে বলে জানান বিষেশজ্ঞরা।
ঢাকার এক-তৃতীয়াংশ এলাকায় বর্তমানে খোঁড়াখুঁড়ি চলছে। পাশাপাশি মেট্রোরেল, বিআরটি ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এছাড়া লকডাউন না থাকায়, স্কুল-অফিস চালু হয়ে গেছে আগের মতোই। বেড়ে গেছে কর্মচাঞ্চল্য। এসব কারণে ঘন্টার পর ঘন্টা যানজট তৈরি হয় রাজধানী জুড়ে।