খুলনায় এক যুবককে গুলি করে হত্যা
- আপডেট সময় : ০৪:১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
খুলনায় রাজু শেখ নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মহানগরের রায়েরমহলের হামিদনগরে এ ঘটনা ঘটে। এছাড়া পাইকগাছায় সুখেন্দ্র সরদার নামে এক মাছ চাষিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজু শেখকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে খুলনা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় জড়িত সন্দেহে নগরীর ১৬ নম্বর ওয়ার্ড আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার বাহাউদ্দিনকে আটক করেছে পুলিশ। রাজু শেখ সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন হত্যা মামলার অন্যতম আসামি।
অন্যদিকে, পাইকগাছায় সুখেন্দ্র সরদার নামে এক মাছ চাষিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতরাতে খড়িয়া ভড়েঙ্গায় নিজ মৎস্য ঘেরে দুর্বৃত্তরা সুখেন্দ্রকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর মরদেহ পানিতে ফেলে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।