জমে উঠেছে সোনারগাঁয়ে মাসব্যাপী লোকজ উৎসব ও মেলা
- আপডেট সময় : ০৫:২৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব জমে উঠেছে। মেলায় প্রতিদিনই ভীড় বাড়ছে নানা বয়সী ক্রেতা-দর্শনার্থীর। লোকজ শিল্পের প্রসার ঘটাতে কারু শিল্পীদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রয়েছে মেলায়।
মেলায় প্রতি বছরের মতো এবারও থাকছে শখের হাঁড়ি, নকশিকাঁথা, শীতলপাটি, জামদানি, মৃৎ শিল্প, লোকজ বাদ্যযন্ত্র, তাঁতশিল্প, শতরঞ্জি শিল্প, বাঁশ-বেতের কারুপণ্য, শোলাশিল্প ও তামা-কাঁসা-পিতলের নানা ধরণের সামগ্রী। এছাড়াও রয়েছে খাদিশিল্প, পাটজাত কারুপণ্য, লোকজ অলংকার শিল্প, কাগজের শিল্প, বাঁশ ও কাঠের কারুশিল্পসহ বিভিন্ন ধরণের হাতের তৈরি পন্যের প্রদর্শনী। দামেও সাশ্রয়।
প্রতিদিন বিকেল থেকে বাউল গান, পালাগান, লালনগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি সারি ও হাছন রাজার গানেরও আয়োজন করা হচ্ছে। তাই দূর দূরান্ত থেকে নানা বয়সীয় দর্শণার্থীরাও পরিবার নিয়ে মেলায় আসতে শুরু করেছে।
লোকজ শিল্পকে ধরে রাখতে প্রচার প্রসার বাড়ানোসহ কারু শিল্পীদের প্রতি গুরুত্ব দেয়া প্রয়োজন বলে মনে করেন কবি ও সংস্কৃতিকর্মীরা।
মেলায় দর্শনার্থীদের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী সর্তক থাকছে। নতুন প্রজন্মের জন্য মেলায় আকর্ষনীয় ষ্টল বরাদ্দের কথা জানান ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত দর্শণার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে ২২ মার্চ পর্যন্ত।