মাগুরায় নির্বাচন পরবর্তী সহিংসতায় এক কলেজ ছাত্রকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০৪:১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
মাগুরার শ্রীপুর উপজেলার সদর ইউনিয়নের নির্বাচন পরবর্তী সহিংসতায় রাজু শেখ নামে এক কলেজ ছাত্রকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত রাজু শেখ তখলপুর গ্রামের আক্তার শেখের ছেলে। এ ঘটনায় ওই এলাকায় চলছে শোকের মাতম। এ নিয়ে জেলায় নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত মারা গেছে ৭ জন।
আত্মীয় স্বজনের গগনবিদারী কান্নায় চারদিক প্রকম্পিত। ঘরে ঘরে উৎকন্ঠা আর বিলাপ। আর কত মায়ের বুক খালি হবে নির্বাচনি সহিংসতায়? সর্বশেষ সোমবার সন্ধ্যায় শ্রীপুরের তখলপুরে নির্বাচনে পরাজিত প্রার্থী রউফের লোকজন মকবুলের সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় রাজু শেখকে নিজ বাড়ির উঠানেই কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মক যখম করে। পরে তাকে ঢাকায় নেয়ার পথেই মারা যায় সে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়।
ঘটনার পর থেকে নিহত কলেজ ছাত্র রাজুর বাড়িতে শোকের মাতম চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ীদের কঠোর শাস্তি দাবী করা হয়েছে।
ঘটনার পর ভাংচুর ও গ্রেফতারের ভয়ে অনেকেই বাড়ি ছেড়ে পালিয়েছে। বন্ধ রয়েছে দোকানপাট । এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
উল্লেখ্য মাগুরা জেলায় গত চারমাসে নির্বাচনি সহিংসতায় ৭জন নিহত হয়েছেন। যার মধ্যে গত বছর ১৫ নভেম্বর সদরের জগদল ইউনিয়নে একই দিনে ৪ ব্যক্তির হত্যাকান্ড চাঞ্চল্য ছড়ায়।