কুমিল্লা কারাগারে ২ আসামির ফাঁসি কার্যকর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২০:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
কুমিল্লা কারাগারে ২ আসামির ফাঁসি কার্যকর হয়েছে। খুনের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত শিপন হাওলাদার ও নাইমুল ইসলাম ইমনের ফাঁসির রায় কার্যকর হয়েছে কুমিল্লা কারাগারে।
গতরাত সাড়ে ১১টার দিকে দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয় বলে জানিয়েছেন কুমিল্লার জ্যেষ্ঠ জেল সুপার শাহজাহান আহমেদ। চট্টগ্রামের রেল কর্মচারী শফিউদ্দিন হত্যা মামলায় প্রায় ১৯ বছর পর এই দুই আসামির মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর হলো। ফাঁসি কার্যকর হওয়া শিপন হাওলাদার চট্টগ্রাম নগরীর খুলশীর দক্ষিণ আমবাগানের অধিবাসী। তার আদি বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। আরেকজন নাইমুল ইসলাম ইমনের বাড়ী চট্টগ্রাম নগরীর লালখান বাজার ডোবারপাড় এলাকায়। তার আদি বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়।