নারী দিবসে নাভানা উইমেন্স নেটওয়ার্কের যাত্রা শুরু
- আপডেট সময় : ১২:২৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১৬১০ বার পড়া হয়েছে
বিশ্ব নারী দিবসে নাভানা উইমেন্স নেটওয়ার্ক (এন ডব্লিউ এন) এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী নাভানা গ্রুপ। নাভানা গ্রুপে কর্মরত সকল নারী কর্মীগণ নাভানা উইমেন্স নেটওয়ার্কের সদস্য। যদিওবা এ সদস্য পদ লিঙ্গ নির্বিশেষে সকল কর্মীদের জন্য উন্মুক্তকরণ করা আছে।
নাভানা উইমেন্স নেটওয়ার্কের চেয়ার পার্সন ফারজানা ইয়াসমিন জানান, ‘নাভানা উইমেনস নেটওয়ার্কের উদ্দেশ্য হচ্ছে নাভানা গ্রুপে সকলের মাঝে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শিক্ষার সংস্কৃতিকে উন্নীত করা যাতে করে সকল নারী কর্মীদের আত্মবিশ্বাসের সাথে পেশাগত উন্নয়ন এবং ক্ষমতায়ন করা যায়।’
তিনি আরও বলেন, ‘মূল নির্দেশক নীতি হিসেবে কর্মক্ষেত্রে বৈচিত্রতা ও অন্তর্ভুক্তিতে নাভানা গ্রুপ সর্বদা অঙ্গীকারবদ্ধ। নাভানা গ্রুপ ভিন্ন দৃষ্টিকোণকে সব সময় স্বাগত জানায় যেটি শুধু মাত্র একে অপরের কাছ থেকে শেখার মাঝে সীমাবদ্ধ নয় বরং তা প্রতিভাবানদের ক্ষমতায়নকে উৎসাহিত করে থাকে।’
কর্মক্ষেত্রে নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা প্রচার ও উৎসাহিত করতে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানান নাভানা উইমেন্স নেটওয়ার্কের চেয়ার পার্সন ফারজানা ইয়াসমিন।