ঝিনাইদহে হত্যা মামলার আসামী নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানকে এক দিনের রিমাণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় হত্যা মামলার আসামী নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানকে এক দিনের রিমাণ্ডে পাঠিয়েছে আদালত।
আসামী শফিকুল ইসলাম শিমুলকে পুলিশ কারাগার থেকে থানায় নিয়ে আসলে, থানাগেটে তার কর্মী-সমর্থকরা জড়ো হয়ে শ্লোগান দিতে থাকে। পরে গাড়ি থেকে নেমে পুলিশের হ্যান্ড মাইকে তিনি তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরাসরি সম্প্রচার করা হয়। গত ৮ জানুয়ারি প্রকাশ্য দিবালোকে পেঁয়াজের ক্ষেতে হাতুড়িপেটা ও কুপিয়ে হত্যা করা হয় কল্লোল খন্দকার নামের এক আওয়ামী লীগ কর্মীকে। এ ঘটনায় নিহতের ছোট ভাই মিল্টন খন্দকার বাদী হয়ে ১২ জানুয়ারি শফিকুলসহ ৮২ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। পরে ২ মার্চ বগুড়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুলসহ ৫ আসামী আদালতে আত্মসমর্পণ করে।