চবি’র শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলে অভিযানে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রামদা, কিরিচ, রড ও পেট্রোল বোমাসহ দেশিয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত দুই হলে তল্লাশি করে এসব উদ্ধার করা হয়। মঙ্গল ও বুধবার পর পর দু’দিন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ- বিজয় ও সিএফসি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের কর্মীদের হাতে এসব দেশীয় অস্ত্র দেখা যায়। মুর্হুমুহু বিস্ফোরণ ঘটানো হয় ককটেলের। এ সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের অন্তত ৫ জন। এতে নড়েচড়ে বসে প্রশাসন। অপরাধমূলক কর্মকান্ডে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।