রাশিয়ার অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আজ জরুরি বৈঠক
- আপডেট সময় : ০৪:৪৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন চলছেই। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে কিয়েভের কাছে রুশ সেনাবহরে থাকা সৈন্যদের দেখা গেছে। কিয়েভের আশেপাশের অঞ্চলে পুনরায় মোতায়েন হয়েছে রুশ বাহিনী। আজ আরও নতুন দুটি শহরে হামলা চালিয়েছে রুশ সেনারা।
শুক্রবার সকালে ইউক্রেনের লুৎস্ক এবং নিপরো নামের দুটি পৃথক শহরে মিসাইল হামলা শুরু করেছে রাশিয়া। এর আগে কিয়েভের মেয়র জানিয়েছিল, অস্ত্র হাতে তুলে নেয়া বেসামরিক নাগরিকরা রাজধানী শহরের সুরক্ষা দিচ্ছে। এদিকে, ইউক্রেনকে মানবিক ও সামরিক সহায়তা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এক হাজার ৩৬০ কোটি ডলারের একটি প্যাকেজ অনুমোদন দেয়া হয়েছে। অন্যদিকে, ইউক্রেন থেকে পালানো মানুষের সংখ্যা ২৩ লাখ ছাড়িয়ে গেছে, বলছে জাতিসংঘ। এই প্রতিকূল পরিস্থিতিতে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার অনুরোধে আজ জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরিতে যুক্তরাষ্ট্র অর্থায়ন করছে বলে রাশিয়া যে অভিযোগ তুলেছে, তা নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচনা হবে।