ঝিনাইদহে যুবলীগ নেতার হাতের কব্জি কেটে ফেলেছে প্রতিপক্ষরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় হযরত আলী নামে এক যুবলীগ নেতার হাতের কব্জি কেটে ফেলেছে প্রতিপক্ষরা। এ সময় আরও তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড় শিমলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার ৫নং শিমলা রোকনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জামির হোসেন ও জাকির হোসেন।
স্থানীয়রা জানান, বিকালে গ্রামের স্কুল মাঠের কোনায় বসে ছিল হযরত আলী। এ সময় গ্রামের আসাদুল ইসলাম, সোহেল হোসেন ও ফজেরসহ কয়েকজন এসে তার ওপরে হামলা চালায় এবং এলোপাতাড়ি কোপাতে থাকে। প্রাণ বাঁচাতে হযরত আলী স্কুলমাঠের পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। এ সময় সেখানেও হামলা চালায় তারা। হযরত আলীকে বাঁচাতে এগিয়ে এলে জামির, জহির ও জাকিরকেও কুপিয়ে জখম করে তারা।