জামালপুরে নিস্ফলা জমিতে তুলার চাষ দিনদিন জনপ্রিয় হচ্ছে

- আপডেট সময় : ০৪:২৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৬৩২ বার পড়া হয়েছে
জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের বুকে জেগে উঠা চরের নিস্ফলা জমিতে তুলার চাষ দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও ভাল হয়েছে তুলার। কম খরচে বেশি লাভ পাওয়ায় তুলা চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের।
জামালপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে বালি জমি এক সময় নিস্ফলা ও পরিত্যক্ত থাকতো। এমন বালি জমিতে চাষীরা বিভিন্ন ফসল ফলানোর চেষ্টা করে কোন সুফল পাননি। তুলা উন্নয়ন বোর্ডের সহযোগিতায় অনাবাদি এসব বালি জমিতে হাইব্রিড ও উন্নত জাতের তুলা চাষ বদলে দিয়েছে এ অঞ্চলের কৃষকদের জীবনযাত্রা। ভাল ফলন এবং বাজারে দাম পাওয়ায় প্রতি বছরই বাড়ছে তুলা চাষ। প্রতি বিঘা জমিতে এবার ১৬/১৭ মণ তুলা উৎপাদন হবে বলে আশা করছেন স্থানীয় কৃষকেরা।
বিঘা প্রতি জমিতে তুলা চাষ করতে কৃষকদের খরচ ১০ হাজার টাকা। আর বিঘা প্রতি উৎপাদিত তুলা বিক্রি হয় ৩৫ থেকে ৪০ হাজার। চাষীদের সরকারিভাবে সহযোগিতা করা হচ্ছে বলে জানায় তুলা উন্নয়ন বোর্ড ।
তুলার উৎপাদন বৃদ্ধি করতে সরকারি সহায়তা আরো বাড়ানো হবে এমন প্রত্যাশা জামালপুরের তুলা চাষীদের।