আলাদা সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জে ৫ জনসহ ৬ জেলায় ১৩ জন নিহত
- আপডেট সময় : ০৫:৫৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জে ৫ জনসহ ৬ জেলায় ১৩ জন নিহত হয়েছে। এছাড়া, নরসিংদী ও সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে ২ জন নিহত হয়েছে।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে দু’টি বাসের মধ্যে সংঘর্ষে ৫জন নিহত ও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। গেল রাতে মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালীর দুমকীতে ভয়াবহ দুর্ঘটনায় মটরসাইকেল আরোহীসহ ৩ জন নিহত হয়েছে। সকালে দুমকী বোর্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দুমকী থানার অফিসার ইনচার্জ জানান, পটুয়াখালী থেকে একটি মোটরসাইকেল ও একটি গ্যাস বোঝাই পিকআপ ভ্যান বাউফলের দিকে যাচ্ছিলো। অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেল চরগরবদী এলাকা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
নেত্রকোণায় দাঁড়ানো সিমেন্টবাহী একটি ট্রাকের পেছনে চলন্ত পিক-আপের ধাক্কায় নিহত হয়েছেন দুইজন। সকালে ময়মনসিংহ-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া বাজার সংলগ্ন পিডিবি গ্রীডের সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে।
ঢাকার ধামরাইয়ে সিএনজি-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা ও দুই ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে।গেলরাতে রাতে ধামরাই ধানতারা সড়কের ঢুলিভিটা মমতাজ ডায়াবেটিস হাসপাতালের পাশে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের নিচে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নরসিংদীর পলাশের ঘোড়াশালে একটি অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী ইউসুফ আলী নামে একজন নিহত ও ৫জন আহত হয়।