বরগুনায় গলায় ফাঁস দেয়া অবস্থায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৭:৪৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
বরগুনার বেতাগী উপজেলায় গলায় ফাঁস দেয়া অবস্থায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বেতাগী উপজেলার করুনা এলাকার নিজেদের বসতঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, দেড় বছর আগে প্রতিবেশী হিরু হাওলাদারের মেয়ে তামান্নার সঙ্গে প্রেমের সম্পর্ক হয় আসলামের। এরপর তারা বিয়ে করেন। আসলামের বাবা ঢাকার রড ফ্যাক্টরিতে কাজ করেন।দিনমজুর আসলাম স্ত্রী ও মাকে নিয়ে বাড়িতে থাকতেন। তিন দিন আগে আসলামের মা তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান।সকালে প্রতিবেশীরা আসলামকে ডাকতে বাড়িতে যায়। কোনো সাড়াশব্দ না পেয়ে তারা ভেতরে ঢুকে দেখেন সিলিংয়ের সঙ্গে আসলাম ও তামান্নার মরদেহ ঝুলছে। পরে, মরদেহ উদ্ধার করে পুলিশ।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেয়েকে হত্যা করে আত্মহত্যা করেছে তার বাবা। বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর কাজিপাড়া গ্রামের পরিবার পরিকল্পনা পরিদর্শক মুঞ্জুরুল ইসলাম রাজিব নিজ বাড়িতে তার সাত বছরের মেয়ে রাকা খাতুনকে গলা টিপে হত্যা করে। এরপর, একই ঘরে নিজে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করে।