গ্রাহকদের প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের পাঁচ জন নরসিংদী থেকে গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:৪৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
সুদমুক্ত বিনিয়োগে বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এর অন্যতম হোতাসহ পাঁচ জনকে গতরাতে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে রেব। দুপুরে ঢাকায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় রেবের মিডিয়া উইং।
সাম্প্রতিক সময়ে সমবায় সমিতির নামে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় নরসিংদীসহ বিভিন্ন এলাকায় মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করে ভুক্তভোগীরা। এসব ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগও দায়ের করে ভুক্তভোগীরা।
এধরনের আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগে অধিক মুনাফার প্রলোভনে গ্রাহক প্রতারণার অন্যতম হোতাসহ গ্রেফতারকৃতদের বিস্তারিত তথ্য জানাতে রোববার রেব মিডিয়া সেন্টারে আয়োজ এই সংবাদ সম্মেণলনের।
রেব জানায় চক্রটি মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগায় প্রতারনার মাধ্যমে উপার্জনে।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, নরসিংদী জেলায় শরিয়াভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান স্থাপন করে মাঠকর্মীদের মাধ্যমে অর্থ সংগ্রহ শুরু করে প্রতারক চক্রটি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় রেবের মিডিয়া উইংয়ের এই কর্মকর্তা।