বাংলাদেশি কিছু গণমাধ্যমের ‘পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি’র সমালোচনা রুশ রাষ্ট্রদূতের
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ইউক্রেন পরিস্থিতি ও রাশিয়ার পদক্ষেপ নিয়ে সংবাদ প্রচারে বাংলাদেশি কিছু গণমাধ্যমের ‘পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি’র অভিযোগ তুলে সমালোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি. মান্তিতস্কি।
তিনি এটাকে ঢাকা ও মস্কোর সম্পর্ক নষ্ট করার ‘ইচ্ছাকৃত প্রচেষ্টা’ বলেও বর্ণনা করেন। গতকাল বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদমাধ্যমের সম্পাদক, রেডিও ও টিভি প্রধানদের কাছে এক খোলা চিঠিতে এ বার্তা দেন তিনি। রুশ রাষ্ট্রদূত বলেন, ‘ইউক্রেন পরিস্থিতি নিয়ে রাশিয়ান ফেডারেশন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে পারস্পরিক সুবিধাজনক সহযোগিতাকে ক্ষুন্ন করতে চায়। এটা সেই শক্তির ইচ্ছাকৃত প্রচেষ্টার ফল।