নানা সুবিধায় দিন দিন ব্যবসার ক্ষেত্র বাড়াচ্ছে ঝিনাইদহ বিসিক
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৭:১১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
সহজ যাতায়াত ব্যবস্থা, উন্নত সড়ক, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ নানা সুবিধায় দিন দিন ব্যবসার ক্ষেত্র বাড়াচ্ছে ঝিনাইদহ বিসিকের শিল্প উদ্যোক্তারা করোনাকালে কম সুদে ঋণ সুবিধাও পেয়েছেন তারা। সরকারের এই সহযোগিতাকে স্বাগত জানিয়েছেন তারা।
১৯৮৮ সালে শহরের ধানহাড়িয়ায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশে প্রায় ১৬ একর জমিতে গড়ে তোলা হয় ঝিনাইদহ বিসিক শিল্প নগরী। সহজ যোগাযোগ মাধ্যম, শ্রমিকের সহজ লভ্যতা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকায় শিল্প কারখানার অফুরন্ত সম্ভাবনা রয়েছে এখানে। শুরুর দিকে ভাঙ্গা সড়ক, বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং আর ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় উৎপাদন ব্যহত হতো। কিন্তু বর্তমানে সমাধান হয়েছে সব সমস্যার। নিরবিচ্ছিন্ন বিদ্যুতের কারণে কমেছে উৎপাদন খরচ। উৎপাদিত পণ্য যাচ্ছে দেশ ও বিদেশেও। সরকারের এই সহযোগিতা অব্যহত থাকলে বিসিক আরও এগিয়ে যাবে এমনটিই মনে করেন উদ্যোক্তারা।
সংশ্লিষ্টরা বলছেন, বিসিক থেকে উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় সকল প্রকার সহযোগিতা দেয়া হচ্ছে।
বিসিকের দেয়া তথ্য মতে, বর্তমানে বিসিকে ১০১টি প্লটের সবগুলোই বরাদ্ধ রয়েছে। আর এসব প্লটে শিল্প প্রতিষ্ঠান রয়েছে ৪৬টি ।