পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পন্টুন সংকটে পাটুরিয়া ঘাটে যানবাহনের র্দীঘ সারি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পন্টুন সংকটে পাটুরিয়া ঘাটে যানবাহনের র্দীঘ সারি জমেছে।
সকাল থেকেই পাটুরিয়া প্রান্তে শত শত যানাবহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, গেল কয়েক দিনে যমুনা নদীর পানি অনেক কমে গেছে। এতে পাটুরিয়া প্রান্তের ৫টি ঘাটের ৪টি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। নদীর পানি কমে যাওয়ায় পন্টুন নিচু হয়ে গেছে। আগে ফেরি থেকে যানবাহন আনলোড করতে সময় লাগত ১৫ মিনিট। এখন ৩০ থেকে ৪৫ মিনিট লাগছে। ফলে ঘাট এলাকায় যানবাহনের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ৫ শতাধিক যানাবহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে।