মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে প্রবীণদের ওয়ার্ড ভিত্তিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর অংশ হিসেবে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন- পিকেএসএফের সহযোগিতায় প্রবীণদের ওয়ার্ড ভিত্তিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে রিসোর্স ইন্টিগেশন সেন্টার ‘রিক’। এ প্রতিযোগিতায় প্রবীনরা নাচ, গান,ছড়া,কবিতা আবৃত্তি ছাড়াও হাড়িভাঙ্গা ও বালিশ বদল খেলায় অংশগ্রহণ করে। রিকের প্রোগ্রাম অফিসার গাজী আওয়ালের সঞ্চালনা ও সিনিয়র অফিসার রতন চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের এরিয়া ম্যানেজার রাজীব খান, শাখা ব্যাবস্থাপক কামরুজ্জামান, প্রবীন কমিটির সভাপতি সামসুল হকসহ আরো অনেকেই।