রাজধানীর বাড্ডার একটি বাসা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৮:০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
রাজধানীর বাড্ডার একটি বাসা থেকে আফরোজা আক্তার নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে উত্তর বাড্ডার ভাড়া বাসায় তার রক্তাক্ত মরদেহ পড়েছিল। তার মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে নানান রহস্য। আফরোজা একটি সিমেন্ট তৈরির কোম্পানিতে কর্মরত ছিলেন।
আফরোজা আক্তার। সিমেন্ট কোম্পানিতে কর্মরত ছিলেন। স্বামী একটি এয়ারলাইন্স কোম্পানিতে কর্মরত। অনেক স্বপ্ন তার। আয়য়ান ফাহাদের সঙ্গে দু’মাস আগে বেঁধে ছিলেন সংসার।
স্বামী আয়য়ান ফাহাদ রোববার সন্ধ্যার পর বাসায় ফিরে দেখতে পান তার স্ত্রীর গলাকাটা মরদেহ পরে আছে টয়লেটে। খবর দেন প্রতিবেশীদের।
প্রতিবেশীরা জানান পুলিশকে। সেই পরিবারের মধ্যে এখন শোকের ছায়া। এলাকাবাসীর মধ্যেও তৈরী হয় নানা রহস্য।
জানা যায়, আফরোজা আক্তারকে হত্যা পরিকল্পিত। বাসা থেকে লুটপাটের আলামত মেলেনি বলে জানান বাড্ডা থানার ওসি। সন্দেহের অভিযোগ বাড়ির ড্রাইভার হৃদয় ব্যাপারীর দিকে।
জিজ্ঞাসাবাদের জন্য আয়য়ান এবং হৃদয়কে আটক করেছে পুলিশ।