ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
জাটকা ধরবো না, দেশের ক্ষতি করবো না- এ স্লোগানকে সামনে রেখে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সকালে রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন- আরডিএফ মিলনায়তনে জেলা মৎস্য অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করেন। কর্মশালায় দেশে ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে জেলেদের বিকল্প কর্মসংস্থানে প্রশিক্ষণ ও প্রণোদনা বৃদ্ধি , নিষিদ্ধ জাল উৎপাদন-বিপণন বন্ধ, নদীর নাব্য বৃদ্ধিসহ নানা কর্মসূচির কথা বলা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বরগুনা এক আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।