ইউক্রেনে আগ্রাসন বন্ধ করতে রাশিয়াকে আইসিজে’র নির্দেশ
- আপডেট সময় : ০২:৩৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধ করতে রাশিয়াকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত…..আইসিজে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের গণহত্যার অভিযোগের শুনানিতে বুধবার এ আদেশ দেন আদালত। চতুর্থ সপ্তাহ ধরে চলছে ইউক্রেনে চলমান রুশ হামলা। বুধবারও, রাতভর গোলাবর্ষণ চলে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে। হোয়াইট হাউজের ভাষণে, পুতিনকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সব শেষ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা জানালেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধ করতে রাশিয়াকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের গণহত্যার অভিযোগের শুনানিতে বুধবার এ আদেশ দেন আদালত। কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দেয়ার অনুরোধ করে এই আদেশের বিরুদ্ধে লিখিত আবেদন জানিয়েছে রাশিয়া।
ইউক্রেনে মানবিক পরিস্থিতি নিয়ে আজ জরুরি বৈঠকের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অনুরোধ জানিয়েছে সদস্যদেশগুলো।
বুধবার এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে ! এছাড়াও রাশিয়াকে, সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দেন তিনি। রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার আহ্বান জানানোর পাশাপাশি ইউক্রেনের জন্য অস্ত্র সরবরাহ এবং নো-ফ্লাই জোন বাস্তবায়নের তাগিদ দেন।
এদিকে, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের মারিওপোল শহরের থিয়েটার হলে আশ্রয় নেয়া বেসামরিক নাগরিকদের ওপর রুশ বাহিনী বিমান হামলার অভিযোগ তুলেছে ইউক্রেন।
ইউক্রেনের, মেলিতপোলের মেয়র ইভান ফেদরোভকে মুক্তি দেয়া হয়েছে। ইভানের মুক্তি নিশ্চিত করতে গত শনিবার ফ্রান্স ও জার্মানির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন জেলেনস্কি
বুধবার হোয়াইট হাউজে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে বাইডেনের এমন মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য’ বলে ক্ষোভ প্রকাশ করেছে ক্রেমলিন।
ইউক্রেনে আরও ১শ কোটি ডলারের অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জেলেনস্কির আবেদনের পর বুধবার ভার্চ্যুয়ালি মার্কিন কংগ্রেসে দেয়া ভাষণে বাইডেন এ ঘোষণা দেন