সারাদেশে উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস
- আপডেট সময় : ০৫:২৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা, শোভাযাত্রা, কেক কাটাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
রাজশাহীতে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ । এছাড়া রাজশাহী সেনানিবাসে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট ব্রিগ্রেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন।
সকালে ময়মনসিংহের সার্কিট হাউজের বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানান সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাটা, আলোচনাসভা এবং দোয়া মাহফিল হয়।
খুলনায় সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি দেয়া হয়। পরে খুলনা বেতার কেন্দ্র প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান খুলনা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর কমান্ড এবং খুলনা মেয়র তালুকদার আব্দুল খালেকসহ অন্যান্যরা।
সকালে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার পর ফুলেল শ্রদ্ধা জানানো হয় বঙ্গবন্ধুর ম্যুরালে ।
গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে দিনটি। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
দিনাজপুরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা ও নগর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
জামালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে মুক্তিসংগ্রাম জাদুঘর ও সাহিক ঢাকা।
ফেনীর ছাগলনাইয়ায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। আয়োজন করা হয়েছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলারও।
ধামরাইয়ে ৫০ হাজার নেতাকর্মী ও ২৭টি কেক কেটে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করে। এছাড়া উপজেলা প্রসাশনের পক্ষে ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকি সাতদিন ব্যাপি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন উপজেলা চত্বরে।
খাগড়াছড়িতে জেলা প্রশাসনের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ২০২টি গৃহহীন পরিবারের মাঝে সেমিপাকা ঘরের দলিল হস্তান্তর করা হয়।
সিরাজগঞ্জে দুঃস্থ শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়। বঙ্গবন্ধুর৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, প্রামাণ্য চিত্র প্রদর্শন, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়াও.. ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা, শোভাযাত্রা, কেক কাটা, বিভিন্ন প্রতিযোগিতার মধ্যদিয়ে গাইবান্ধা, কুষ্টিয়া, নড়াইল, চাপাইনবাবগঞ্জ, ভোলা, লালমনিরহাট, শেরপুরসহ দেশের বিভিন্ন জেলায় উদযাপিত হয় দিনটি।