হত্যাচেষ্টা মামলার আসামিদের সঙ্গে জন্মদিন উদযাপন করায় চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ১৭২৪ বার পড়া হয়েছে
হত্যাচেষ্টা মামলার আসামিদের সঙ্গে নিজের জন্মদিন উদযাপন করায় চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণিকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। আজ অফিস আদেশ জারী করেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিএপিএম।
অফিস আদেশের সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানান, থানার মধ্যে আসামিদের সঙ্গে ওসির জন্মদিন পালন, আসামিদের কেক খাইয়ে দেয়া ও আসামিদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি কয়েকটি গণমাধ্যমসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিতর্ক তৈরি হয়। পাশাপাশি এ কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে দাবী অতিরিক্ত পুলিশ সুপারের। সে কারণে তাকে প্রত্যাহারের পর কক্সবাজার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান এডিশনাল এসপি। এর আগে ২ মার্চ বিকেলে নিজের জন্মদিন উদযাপন করেন মুহাম্মদ ওসমান গণি।