পঞ্চগড় সদর হাসপাতালে যেনতেনভাবে চিকিৎসা মিললেও সবার ভাগ্যে জোটে না বিনামূল্যের খাবার
- আপডেট সময় : ০৮:২৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ভর্তি হওয়ার পর সরকারী ব্যবস্থাপনায় যৎসামান্য চিকিৎসা মিললেও খাবার জোগাড় করা যেন দুঃসাধ্য হয়ে উঠেছে পঞ্চগড় আধুনিক হাসপাতালে। রোগীদের দৈনন্দিন খাবার দেয়া হলেও সারাদিনের পরিমাণ এতটাই কম যে, একজন রোগী একবেলাও খেতে পারেন না। আর পরিবেশিত সেই খাবারের মান নিয়েও রয়েছে রোগী ও স্বজনদের অসন্তোষ।
উত্তরের হিমালয় কন্যাখ্যাত জেলা পঞ্চগড়। জেলার প্রায় ছয় লাখ লোকের স্বাস্থ্য সেবা নিশ্চিতে পঞ্চগড় সদর আধূনিক হাসপাতালকে ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১০০ শয্যায় উন্নীত করা হয়।
চিকিৎসা সেবা যেমন তেমন। সবার ভাগ্যে মিলছে না বিনামূল্যে পরিবেশিত খাবার। বেডে থাকা রোগীদের খাবারের নামে যা পরিবেশন করা হয় সেটা এতটাই নিম্নমানের যে তা খাওয়ার অযোগ্য। ভর্তি হওয়া রোগীদের জনপ্রতি ১২৫ টাকা হারে দৈনিক খাবার সরবরাহ করার কথা থাকলেও বাস্তবে ঘটছে উল্টো চিত্র। হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও স্বজনরা বলছেন, খাবার বিতরণের নির্দিষ্ট সময়ও মানছেন না সংশ্লিষ্টরা।
হাসপাতালে শয্যা সংখ্যা অনুপাতে রোগীর সংখ্যা অনেক বেশি। প্রতিদিন ১শ জনের বাইরে খাবার দেয়া সম্ভব নয় বলে জানালেন আবাসিক মেডিক্যাল অফিসার।
সুচিকিৎসার পাশাপাশি পুষ্টিকর খাবার পরিবেশনের দাবি সংশ্লিষ্টদের।