সিরাজগঞ্জের যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ
- আপডেট সময় : ১০:২২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের যমুনা নদীতে গোসল করতে নেমে স্বকাল সূত্রধর ও সঞ্জিত কর্মকার নামে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার ব্রিগেড।
দুপুর একটার দিকে নদীর পুরাতন জেলখানা ঘাট পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয় ওই দু’জন। স্বকাল সূত্রধর সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার কালু সূত্রধরের ছেলে ও সঞ্জিত কর্মকার একই মহল্লার উজ্জল কর্মকারের ছেলে। সিরাজগঞ্জ ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক আলমগীর হোসেন জানান, দোল উৎসবে আবির খেলা শেষে সিরাজগঞ্জ গোশালা মহল্লার চার কিশোর যমুনা নদীতে গোসল করতে যায়। তারা জেলখানা ঘাট থেকে নৌকা নিয়ে মাঝ নদীতে গিয়ে নদীতে নামে। কিন্তু দুজন নদী থেকে উঠে আসলেও নিখোঁজ হয় সূত্রধর ও সঞ্জিত। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার অভিযানে অংশগ্রহণে রাজশাহি থেকেও ডুবুরি দল ডাকা হয়েছে।