কাল শুরু হচ্ছে ঢাকা-ওয়াশিংটন অংশীদারি সংলাপ
- আপডেট সময় : ০৪:৩৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
কাল ঢাকায় শুরু হচ্ছে ঢাকা-ওয়াশিংটনের মধ্যে অংশীদারি সংলাপ। এতে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন-রেব এর ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে প্রাধান্য দেবে বাংলাদেশ। এছাড়া নিরাপত্তা, ইউক্রেন ইস্যু, সামরিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
ঢাকায় আয়োজিত এই সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন। আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। সংলাপ সামনে রেখে এরইমধ্যে বেশ কয়েকটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে রেবের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর তা প্রত্যাহারে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে এর আগেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফোরামে আলোচনা তুলছে বাংলাদেশ। এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্বোচ্চ ফোরামের এই বৈঠকে বাংলাদেশ এই ইস্যুটিই বিশেষ প্রাধান্য দিতে চায়।