চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বালুবাহী জাহাজের ধাক্কায় সিমেন্ট বোঝাই লাইটার জাহাজ ডুবি
- আপডেট সময় : ০৪:৪১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বালুবাহী একটি জাহাজের ধাক্কায় সিমেন্ট ক্লিংকার বোঝাই ‘এম ভি টিটু-১৪’ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় ৫জন নাবিক ও ক্রু নিখোঁজ হয়েছেন।
শনিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে বহির্নোঙরে পার্কিচর এলাকার দিকে এ জাহাজ ডুবির ঘটনা ঘটে। কোস্ট গার্ডের অপারেশন স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আশফাক বিন ইদ্রিস এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বালুবাহী জাহাজের ধাক্কায় টিটু-১৪ জাহাজটি ডুবে যায়। ঘটনাস্থলে গিয়ে ওই জাহাজের ৫ নাবিককে উদ্ধার করা হয়েছে। আরও এক নাবিক পাশের একটি জাহাজে উঠেছেন। নিখোঁজের সংখ্যার বিষয়ে তিনি বলেন, ‘ঠিক কতজন জাহাজটিতে ছিলেন এটা নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে জাহাজে ১২ থেকে ১৩ জন নাবিক-ক্রু থাকার কথা জানা গেছে। সেই হিসেবে এখনো ৭ নাবিক-ক্রু নিখোঁজ রয়েছেন।’ ঘটনার পরে একযোগে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে কন্টিনজেন্ট, সাঙ্গু কন্টিনজেন্ট, কুতুবদিয়া কন্টিনজেন্ট ও সদর কন্টিনজেন্ট।