আশুলিয়ায় পৃথক ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
আশুলিয়ায় পৃথক ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে আশুলিয়ার জামগড়ার বটতলা এলাকায় বাগদাত প্যাকেজিং নামের একটি কার্টন কারখানার ভেতরে ঝুলন্ত অবস্থায় জিএম সাইফুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে, আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া, আশুলিয়ার জিরাবো এলাকা থেকে হত্যাকাণ্ডের প্রায় ২০ থেকে ২৫ দিন পর এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোরহরাওয়ার্দী হাসপাতাল পাঠানো হয়েছে।