বাংলাদেশ কার্গো ক্লাব টুর্নামেন্টের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে এডিসন লজিস্টিক্স লিমিটেড

- আপডেট সময় : ০৭:৪৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
বাংলাদেশ কার্গো ক্লাব টুর্নামেন্টের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে এডিসন লজিস্টিক্স লিমিটেড। ফাইনালে হেলম্যান লজিস্টিক্সকে ১ রানে হারিয়েছে তারা।
বনানীর ওয়াপদা মাঠে আগে ব্যাট করে ১৬৪ রান তোলে এডিসন লজিস্টিক্স। জবাবে ব্যাট করতে নেমে ১৬৩ রানে অলাউট হয় হেলম্যান লজিস্টিক্স। ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয় এডিসন লজিস্টিক্সের আতিক। এছাড়া টুর্নামেন্টে ১৮৬ রান করে প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট হয়েছে হেলম্যান লজিস্টিক্সের মাসুদ খোকন। এর আগে প্রথম সেমিফাইনালে ওয়াল্টন শিপিং এন্ড লজিস্টিক্সকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালএ যায় এডিসন লজিস্টিক্স লিমিটেড। এবং দ্বিতীয় সেমিফাইনালে তামিশনা লজিস্টিক্স লিমিটেডকে ৫ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে হেলম্যান লজিস্টিক্স লিমিটেড।ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেফসি গ্রুপের জেনারেল ম্যানেজার তানভীর নবী ও তামিশনা গ্রুপ্রের এম ডি গুলজার আলাম চৌধুরী। ১২ দলের অংশগ্রহনে হয়েছে এবারের টুর্নামেন্ট। চার গ্রুপে ভাগ হয়ে খেলেছে দলগুলো। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিলো সেফসি বাংলাদেশ লিমিটেড।