ইউক্রেনের মিকোলাইভের এক সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী
- আপডেট সময় : ০২:৪৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ইউক্রেনের মিকোলাইভের এক সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ হামলায় বহু সেনা নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রুশ হামলা ঠেকাতে, বিভিন্ন শহরে গরে তোলা হচ্ছে দুর্গ। যুদ্ধ বন্ধে, আবারো আলোচনায় বসার আহবান জানান জেলেনস্কির। তবে, আলোচনায় যুক্তরাষ্ট্র বাধা দিচ্ছে বলে দাবি রাশিয়ার।
ওই সেনা ঘাঁটিতে প্রায় ২শ’ ঘুমন্ত সেনার উপর ৩টি ক্ষেপনাস্ত্র হামলা চালায় রাশিয়া। হামলার পর, এ পর্যন্ত অন্তত ৫০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। রুশবাহিনীর লাগাতার হামলায় ইউক্রেনের কিয়েভে এখন পর্যন্ত শিশুসহ ২২৮ জন নিহত এবং আহত হয়েছেন আরও ৯১২ জন।
এদিকে, রুশ হামলা ঠেকাতে ইউক্রেনের বন্দর নগরী ওডিসার প্রবেশ পথে গড়ে তোলা হচ্ছে দুর্গ। বালুর বস্তা ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে সড়কগুলোতে। ইউক্রেনের অভিযোগ, হিটলার বাহিনী কৃষ্ণসাগর থেকে যেভাবে হামলা চালায় ঠিক একই পন্থা অবলম্বন করেছে রাশিয়াও।
শনিবার ‘অবিলম্বে’ রাশিয়ার সঙ্গে অর্থবহ শান্তি ও নিরাপত্তা আলোচনার আহ্বান জানান ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে পুতিনের সঙ্গে জেলেনস্কির সাক্ষাতের বিষয়ে ক্রেমলিন থেকে কোন সাড়া পাওয়া যায়নি এখনও। অভিযোগ উঠেছে ইউক্রেন-রাশিয়ার শান্তি আলোচনায় বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ায় অ্যালুমিনা ও অ্যালুমিনিয়াম আকরিক রফতানি বন্ধ করলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলীয় সরকার আজ এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে আরো বলা হয়, জ্বালানি সংকট মেটাতে ইউক্রেনকে ৭০ হাজার টন কয়লা সহায়তা করবে অস্ট্রেলিয়া । অন্যদিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও চীন-রাশিয়ার সম্পর্ক আগের চেয়ে আরও মজবুত হবে।
ইউক্রেনে রাশিয়ার হামলায় আহত শিশুদের দেখতে শনিবার রোমের ভ্যাটিকানের শিশু হাসপাতাল পরিদর্শনে যান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
এদিকে..ইউক্রেনের পতাকার রঙে পোশাক পরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে হাজির হয়েছেন তিন রুশ নভোচারী। ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদ স্বরূপ নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন তারা। নাসা, আমেরিকান স্পেস এজেন্সি ও রুশ স্পেস এজেন্সি সরাসরি এই ঘটনা সম্প্রচার করে।