স্বামীকে বিদেশে পাঠানোর টাকা ফেরত চেয়ে খুন হলেন টঙ্গীর গার্মেন্টস কর্মী পারুল
- আপডেট সময় : ০৯:২২:০১ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
স্বামীকে বিদেশে পাঠানোর টাকা ফেরত চেয়ে খুন হলেন টঙ্গীর গার্মেন্টস কর্মী পারুল। নাটকীয় কায়দায় হত্যা করে পালিয়ে যায় তাঁর স্বামী- শান্ত। প্রায় একমাস ধরে ফেরারী থাকার পর অবশেষে আটক হয়েছে শান্ত।
শান্ত মল্লিক বিদেশে যাওয়ার কথা বলে বৌ পারুল আক্তারের কাছ থেকে এক লাখ টাকা আর পাঁচ ভরি স্বর্ণ নেন। বিদেশ না গিয়ে নেশা করে ও জুয়া খেলে সর্বসান্ত হন শান্ত মল্লিক।
টাকার হিসেব চাইলে, এক পর্যায়ে পারুলকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে যায় শান্ত।
২৭ ফেব্রুয়ারী হত্যাকাণ্ডের পর পারুলের বাবা আলী আহম্মদ টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে শনিবার রাতে শরিয়তপুর পালং থানা থেকে গ্রেফতার করা হয় শান্ত মল্লিককে।
স্ত্রী হত্যার দায় স্বীকার করে এরইমধ্যে জবানবন্দী দিয়েছেন শান্ত। জানালেন, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার খায়রুল আমিন।
সট: খায়রুল আমিন, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার, সিআইডি এলআইসি শাখা।
প্রায় সাত বছর জর্ডানে চাকরি শেষে দেশে ফিরে পারুল টঙ্গীর দাড়াইলে জমি কিনে বাড়ি করেন। জর্ডানে থাকার সময় আসামীর বোন তামান্নার সঙ্গে পারুলের সুসম্পর্ক গড়ে উঠে। তার সুবাদে বিয়ে হয় আসামী শান্তর সাথে। জমি আর অর্থের লোভে বিয়ে করেছে বলে ধারণা করা হচ্ছে
আসামীর সর্বোচ্চ শাস্তী নিশ্চিতের দাবি পারুলের পরিবারের