একমুহুর্তের আগুনে সবকিছু পুড়ে ছাই কল্যাণপুরের বেলতলা বস্তির বাসিন্দাদের
- আপডেট সময় : ০৩:০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
একমুহুর্তের আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে রাজধানীর কল্যাণপুরের বেলতলা বস্তির বাসিন্দাদের। রাতের ভয়াবহ অগিকাণ্ডে পুড়ে যায় বস্তির কয়েকশো ঘরবাড়ি। এতে মারাত্মক ক্ষতিগ্রস্থ তিন দশকেরও বেশি সময় ধরে বসবাস করা হাজারো বাসিন্দা। সেই সাথে সারা জীবনের জমানো সঞ্চয় আগুনে ছাই হওয়ায় নিরীহ বস্তিবাসীর চোখেমুখে এখন শুধুই হাহাকারের ছাপ…।
সারাজীবনের পরিশ্রমের সবটুকু অর্জন যখন একমুহুর্তে আগুনে পুড়ে ছাই, তখন সবকিছু হারিয়ে এভাবেই আহাজারি করছিলেন কল্যাণপুরের ৯ নম্বর বেলতলা বস্তির বাসিন্দা গৃহকর্মী পারভীন বেগম। গেল রাতের আগুনে তার মতো সব হারিয়ে এখন নি:স্ব রিপন মিয়াও…
আগুনের লেলিহান শিখায় ভেঙ্গে গেছে স্বামীহারা বৃষ্টি বেগমের মেয়েকে বিয়ে দেয়ার স্বপ্ন। তিন মেয়েকে নিয়ে কি করবেন? কোথাও যাবেন? কিছুই জানা নেই তার…
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাত পৌনে নয়টার দিকে গ্যাস সিলিন্ডার থেকে ঘটে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বস্তিজুড়ে। ভস্মীভূত হয় চারশতাধিক ঘরবাড়ি।
আকস্মিক আগুনে সর্বস্ব হারানো হতবিহব্বল মানুষগুলোর এখন একটাই চাওয়া; সরকার যেন তাদের পাশে দাঁড়ায়।