নির্বাচনে আস্থা ফেরাতে দ্বিতীয় দফায় বিশিষ্টজনদের সঙ্গে ইসির সংলাপ
- আপডেট সময় : ০১:২৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / ১৫২৬ বার পড়া হয়েছে
সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন। কমিশনের সচিবালয়ের কনফারেন্স রুমে আলোচনা চলছে। নির্বাচনে আস্থা ফেরাতে বিশিষ্টজনদের সহযোগিতা চাইলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।
মোট ৩৯ জনকে আমন্ত্রণ জানানো হয় সংলাপে অংশ নিতে। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন এ কমিশন দায়িত্ব নেয়ার পর আজ দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে শেষ পর্যন্ত ৩৯ জনকে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে দুজন দেশের বাইরে আছেন। সংলাপে উপস্থিত আছেন, এম হাফিজউদ্দিন খান, রাশেদা কে চৌধুরী, জাফরুল্লাহ চৌধুরী, আলী ইমাম মজুমদার, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, অধ্যাপক এম এম আকাশ, সিপিডির মোস্তাফিজুর রহমানসহ পরিচিত বিশিষ্টজন অনেকে। নির্বাচিত হওয়ার ১৫ দিনের মাথায় ১৩ মার্চ শিক্ষাবিদদের সঙ্গে প্রথম সংলাপ করে। রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনতে বিভিন্ন উদ্যোগ নেয়া অংশ হিসেবে বর্তমান আউয়াল কমিশনের এ বৈঠক।