মাগুরার শ্রীপুরে পেঁয়াজের ক্ষেতে নকল সার ও কীটনাশকের ব্যবহার
- আপডেট সময় : ০৭:৩০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের অন্তত ৬টি গ্রামে নকল সার ও কীটনাশক ব্যবহার করে শতাধিক কৃষকের পেঁয়াজের ক্ষেত নষ্ট হয়ে গেছে। ক্ষতি হয়েছে অন্তত দেড় কোটি টাকার ফসল। এ ক্ষতি পূরণের জন্য কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন কৃষকরা।
ঐতিহ্যগতভাবেই বিস্তীর্ণ এ এলাকায় মাঠের পর মাঠ লাগানো হয় পেঁয়াজ। কিন্তু নকল সার ও ওষুধ ব্যবহার করে অধিকাংশ কৃষকের এখন মাথায় হাত।এ বছর কমলাপুর, ঘাসিয়াড়া, মাটিকাটা, গোয়ালবাড়ি, বিষ্ণুপুর ও দোরাননগরসহ আশপাশের বিভিন্ন গ্রামের শতাধিক কৃষক স্থানীয় মাটিকাটা বাজারে আজগর আলীর দোকান থেকে নকল ওষুধ কিনে ক্ষেতে প্রয়োগ করেন। এর পরপরই গাছ ও গোড়া পচে গিয়ে নষ্ট হয় মাঠের ফসল। ক্ষতিগ্রস্থ কৃষকের মুখে এখন শুধুই হাহাকার।
কয়েকদিন আগে ওই নকল কারখানায় অভিযান চালিয়ে অভিযুক্ত আজগর আলীকে ১ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত। কিন্তু অন্তত দেড় কোটি টাকার ক্ষতি ও ঋনের বোঝা মাথায় নিয়ে এলাকার কৃষকদের এখন দাবী ক্ষতিপূরণ।
ইতিমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে জানালেন এই কর্মকর্তা।
শ্রীপুর উপজেলায় সাড়ে ৬শ’ হেক্টর জমিতে পেয়াজ আবাদ করা হয়।আর যেন কেউ অবৈধভাবে নকল সার ও ওষুধ বাজারজাত করে কৃষকদের ক্ষতি করতে না পারে এমন আশা এলাকাবাসির।