খাগড়াছড়িতে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম কর্মশালা অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র উদ্যোগে বেসরকারী উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার পরিতোষ চাকমা ।এতে অংশ নেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষক,সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা ।বক্তারা জানান, ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং এসডিজি অর্জনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের অধীনে খাগড়াছড়ির ৭ উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে ১৪ হাজার ৭০০ শিশুকে উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা প্রদান করা হবে।