লাহোর টেস্টে অস্ট্রেলিয়াকে জবাব দিচ্ছে পাকিস্তান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
লাহোর টেস্টে অস্ট্রেলিয়াকে জবাব দিচ্ছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৩০১ রানে পিছিয়ে স্বাগতিকরা। দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৯০ রান।
ইমাম-উল-হক ১১ রানে ফিরলেও দিনের বাকি সময় দলের আর বিপদ হতে দেননি আব্দুল্লাহ শফিক ও আজহার আলী। ৭০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দ্বিতীয় দিনের বাকি সময় পার করে এই জুটি। ৪৫ রানে অপরাজিত আছেন আব্দুল্লাহ শফিক। ৩০ রানে সঙ্গী আজহার আলী। এর আগে, প্রথম ইনিংসে ৩৯১ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন ৭৯ রান করে অজিদের বড় সংগ্রহ এনে দেন ক্যামেরুন গ্রিন। ৯১ রান করে প্রথম দিনে আলো ছড়িয়েছিলেন ওসমান খাজা। চারটি করে উইকেট ভাগাভাগি করেছেন শাহীন শাহ আফ্রিদি আর নাসিম শাহ। তিন ম্যাচের সিরিজে দু’দলের প্রথম দুই টেস্ট হয়েছে ড্র।