সমাজ সংস্কারে বড় অবদান রাখতে পারে চলচ্চিত্র: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৯:২৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
সমাজ সংস্কারে চলচ্চিত্র বড় আবদান রাখতে পারে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, দেশ ও জাতির প্রতি মানুষের দায়িত্ববোধ জাগ্রত করতে সিনেমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এ শিল্পের বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালী যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৭টি শাখায় মোট ৩২ জন পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবারের আসরে সর্বোচ্চ ১১টি শাখায় পুরস্কার জিতেছে চলচ্চিত্র ‘গোর’। আজীবন সম্মাননা যৌথভাবে পেয়েছেন অভিনেত্রী আনোয়ারা বেগম ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদ।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও বিকাশে সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা পদক্ষেপ। ভালো চলচ্চিত্র নির্মাণে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সরকার প্রধান আরো বলেন, দেশের ইতিহাস থেকে শুরু করে সমাজ সংস্কারে চলচ্চিত্র বিরাট অবদান রাখতে পারে।
নতুন প্রজন্ম তাদের জীবন যাতে সুন্দর ভাবে গড়ে তুলতে পারে তার জন্য শিল্পী ও কলাকৌশলীদের কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এছাড়া, দেশের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে দেশের সংস্কৃতিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।