আন্তর্জাতিক অপ্টোমেট্রি দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
- আপডেট সময় : ০৯:৪৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক অপ্টোমেট্রি দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বাংলাদেশ অপটোমেট্রিক সোসাইটি বিওএস। পরে আলোচনা সভায় সংগঠনের সভাপতি অপটোম দিদারুল ইসলাম বলেন, মানুষের দৃষ্টি ত্রুটির সমস্যা সমাধান, কন্ট্যাক লেন্স এবং চোখের প্রাথমিক চিকিৎসা প্রদানের ক্ষেত্রে অপটোমেট্টিস্টরা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
দেশের ৯০ ভাগ মানুষের অন্ধত্য দূরীকরণে অপ্টোথার্মোলোজি এবং অপ্টোমেট্রিক সোসাইটি এক সাথে কাজ করছে বলে জানান তিনি। সভা আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক বরকত উল্যাহ-সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বাংলাদেশের অপ্টোমরা এখন দেশের সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও কাজ করছে। দেশব্যাপী অপ্টোমরা নিরবে যে চক্ষু চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে, সেটা আরও গতিশীল করতে সরকারের সহযোগীতা প্রয়োজন বলে মনে করেন তারা। সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার ভিসি অধ্যাপক ড. এম এ ওয়াদুদ মন্ডল। সভা শেষে কেক কেটে দিবসটি উদযাপন করে বিওএস।