পাটের উৎপাদন ও উন্নয়ন স্বার্থে চুক্তি সাক্ষর
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০০:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
পাটের উৎপাদন ও উন্নয়ন স্বার্থে আকিজ গ্রুপের জনতা জুট মিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিষ্ট্রি ও মলিকিউলার বায়োলজি বিভাগের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনে এই চুক্তি সাক্ষর হয়।
সম্প্রতি পাট নিয়ে গবেষণা করে নতুন পাটের বীজ উদ্বোধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিষ্ট্রি ও মলিকিউলার বায়োলজি বিভাগ। উদ্ভাবিত পাটের আঁশের গুণগত মান তুলনামূলক ভাবে বর্তমান পাটের আঁশের চেয়ে কয়েকগুণ ভালো বলে জানান সংশ্লিষ্টরা। তাই সম্ভাবনাময় পাটকে কাজে লাগাতে সকল সহযোগিতা করতে চাই জনতা জুট মিল। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপার্চায মোহাম্মদ আখতারুজ্জামান, বায়োকেমিষ্ট্রি ও মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপকবৃন্দ, আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন ও আকিজ গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।