ইউপি সদস্যসহ মানিকগঞ্জে ও ব্রাহ্মণবাড়িয়ায় দুজনের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০২:০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১৬৭১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কবরস্থানের গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহটি বেশ আগের হওয়ায় এবং পচে একাংশ কঙ্কালে পরিণত হওয়ায় নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। মৃতদেহটি অন্তত ২০-২৫ দিন আগের বলে ধারণা করা হচ্ছে। এর নিচের অংশ শিয়াল খেয়ে ফেলেছে। ওপরের অংশটুকুও কঙ্কালে পরিণত। কবরস্থানটি গহীন অরণ্যে হওয়ায় সেখানে মানুষের আসা-যাওয়া ছিল না। দীর্ঘদিন ধরে এখানে কাউকে কবরও দেয়া হয়নি। বুধবার গ্রামের এক বাড়ির ছাগল কবরস্থানটিতে ঢুকে পড়লে দুই কিশোর ছাগলটি আনতে যায়। তখনই গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখে গ্রামবাসীকে জানায় তারা। পরে পুলিশে খবর দেয়া হয়।
মানিকগঞ্জের সাটুরিয়ায় নিখোঁজের ১ দিন পর মো. ফরহাদ হোসেন নামে এক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ফরহাদ বুধবার সন্ধায় দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। সকালে প্রতিবেশী মনিন্দ্র মন্ডলের বোরো খেতে ফরহাদের মরদেহ দেখতে পেয়ে খবর দেয়া হয়। তিনি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউপি সদস্য।